বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের পায়রা সেতু নির্মাণের পরামর্শক নিয়োগ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা, ৮ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — আজ যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ২৬তম কিলোমিটারে পায়রা নদীর উপর পায়রা সেতু (লেবুখালী সেতু) নির্মাণের পরামর্শক নিয়োগ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত ছিলেন।

পরামর্শক নিয়োগ চুক্তিমূল্য প্রায় ২৬ কোটি টাকা (২৫ কোটি ৯৭ লক্ষ ২৯ হাজার ৭৫০টাকা) যার মধ্যে প্রকল্প সহায়তা (কঋঅঊউ) ২০ কোটি ৭৭ লক্ষ টাকা এবং জিওবি ৫ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার ৯৫০ টাকা।

পরামর্শক নিয়োগ চুক্তিপত্রে সওজ-র পক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং ভারতের ওহঃবৎপড়হঃরহবহঃধষ ঈড়হংঁষঃধহঃং ্ ঞবপযহড়পৎধঃং চাঃ. খঃফ.এর সভাপতি চৎধংযধহঃ কধঢ়রষধ, কোরিয়ার কঁহযধি ঈড়হংঁষঃরহম ধহফ ঊহমরহববৎরহম ঈড়সঢ়ধহু খঃফ. এর ভাইস প্রেসিডেন্ট ঈযড়র, এধহম ওও, কুয়েতের উৎ. ঘধনববষ অনফঁষ জধযববস ঈড়হংঁষঃধহঃং এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উৎ. ঘধনববষ অনফঁষ জধযববস সহ বাংলাদেশের ঊহমরহববৎরহম ধহফ চষধহহরহম ঈড়হংঁষঃধহঃং খঃফ. এর সহযোগী পরিচালক গাজী এ. রহমানী নিজ নিজ পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ১৪৭০ মিটার দীর্ঘ (মূল সেতু ৬৩০ মিটার, ভায়াডাকট ৮৪০ মিটার) এবং ২০ মিটার প্রস্থ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ২৯ লক্ষ টাকা, যার মধ্যে প্রকল্প সহায়তা ৩৩৬ কোটি ২৬ লক্ষ টাকা এবং জিওবি ৭৭ কোটি ৩ লক্ষ টাকা। ইতোমধ্যে এ লক্ষ্যে কঁধিরঃ ঋঁহফ ভড়ৎ অৎধন ঊপড়হড়সরপ উবাবষড়ঢ়সবহঃ (কঋঅঊউ) এর সাথে ৪১০ কোটি ৫৪ লক্ষ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পের আওতায় সেতু ছাড়াও ৮৯০ মিটার (বরিশাল প্রান্তে ৩০০মিটার এবং পটুয়াখালী প্রান্তে ৫৯০মিটার) সংযোগ সড়ক নির্মাণ এবং ৭০০মিটার বাঁধ রক্ষার কাজ করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, প্রকল্প পরিচালক মো. এমদাদ হোসেনসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি