২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ১৪ দলের যৌথসভা
ঢাকা,২২ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — আগামীকাল ২৩ ডিসেম্বর ২০১৩ সোমবার অপরাহ্ণ ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি ৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) কেন্দ্রীয় ১৪ দলের সাথে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ১৪ দলীয় জোটের শরীক সংগঠনসমূহের উপরোক্ত জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক এবং জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র জনাব মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।