২২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ডিসেম্বর ২, প্রেস বিজ্ঞপ্তি: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২২তম আন্তর্জাতিক ও ১৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযোগ্য গুরুত্বের সাথে পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে আমি দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে শুভেচ্ছা জানাচ্ছি।
এবারের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘বাধ ভাঙ্গো, দুয়ার খোলো: একীভূত সমাজ গড়ো’। আমরা ক্রমশঃ সামনে এগুচ্ছি। জাতীয় জীবনের এ অগ্রযাত্রার মিছিলে সবার সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ প্রেক্ষিত বিবেচনায় প্রতিপাদ্যটি নিঃসন্দেহে সময়ের দাবিরই প্রতিফলন। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গসহ সকলেই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ততা সৃষ্টি ও তাদের কাক্সিক্ষত লক্ষ্য পূরণে এগিয়ে আসবেন এ প্রত্যাশা করি।
আমি ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৩’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
(বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না)