১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল ১৪ ডিসেম্বর, শনিবার সকাল ৮-০০ টায় মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করবেন। একই দিন বেলা ২-০০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বুদ্ধিজীবীদের স্মরণে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশের বরেণ্য ব্যক্তিগণ বক্তব্য রাখবেন। পুষ্পার্ঘ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠানে যথাসময়ে যোগদানের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ করা হলো।