১১ দফা দাবী নিয়ে ফেয়ার ডেমোক্রেসি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন, ঢাবিতে মৌনমিছি
ঢাকা, ১৫ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি : ১৫ই নভেম্বর ১০.৩০ মিঃ থেকে ১২টা পর্যন্ত ফেয়ার ডেমোক্রেসি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করে।
মানববন্ধন শেষে তারা প্রেস ক্লাবের সামনে থেকে একটি মৌন মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে দোয়েলচত্তর হয়ে টিএসসি এলাকা ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আবু তারেক , সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম, ইকতিয়ার হোসেন, ফয়সাল ইয়াকুব বাবু, সনেট প্রমুখ। বক্তারার সরকারকে অবিলম্বে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সবস্তরে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের জন্য আহবান জানান । তারা বিরোধীদলকে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের
জন্য জোড়ালো দাবী তুলে ধরেন, সেই সাথে সরকারের গ্রেপ্তার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ করেন।
হরতাল ও সহিংসতা মুক্ত দেশ গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে গঠন মুলক কর্মসূচী ঘোষনার জন্য তারা আহবান জানান।
১৭ইং নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা ১২.৩০ মিঃ এক সাংবাদিক সম্মেলনের তারা পরবর্তি কর্মসূচী ঘোষণা করবে।