স্বাধীনতা দিবস ভলিবল মঙ্গলবার শুরু
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস ভলিবল ১১ মার্চ মঙ্গলবার ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুরু হচ্ছে। চারদিনব্যাপী এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাষ্টিজ লিমিটেড। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক খান এদিন বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
এ উপলক্ষে রোববার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বী বাবুল ও মাইওয়ানের পরিচালক জনাব আব্দুল লতিফ খান।
স্বাধীনতা দিবস ভলিবলে ৬টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস গ্যাস। ২০১৩ সালের প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন ও তিতাস গ্যাস রানার্সআপ হয়েছিল।
ওয়ালটন আন্ত: জেলা ভলিবলে ঢাকা ও জামালপুরের শুভ সূচনা
ওয়ালটন আন্ত:জেলা ভলিবলের আঞ্চলিক পর্বে ঢাকা বিভাগের গাজীপুর আঞ্চলিক ভেন্যুর খেলা রোববার স্থানীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জনাব জাহিদ আহসান রাসেল ভলিবল উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় জামালপুর জেলা ৩-১ সেটে মানিকগঞ্জকে এবং ঢাকা ৩-০ সেটে রাজবাড়ী জেলাকে পরাজিত করে। এই ভেন্যুতে আরো খেলছে গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলা দল।