সমঝোতা স্মারক সই করেছে রবি-মেরি স্টোপস
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা মেরি স্টোপস সম্প্রতি (২৪ নভেম্বর ২০১৩) রবি’র কর্পোরেট অফিসে একটি সমঝোতা স্মারকে সই করেছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দু’টি দেশের গ্রামাঞ্চলে মেরি স্টোপসের সংগঠন ‘ফিমেল কমিউনিটি সাপোর্ট গ্রুপে’র (এফসিএসজি) সদস্যদের ক্ষমতায়ন আরো গতিশীল করতে কাজ করবে।
রবি আজিয়াটা লিমিটেডের চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং মেরি স্টোপস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজমেন্ট কনসালটেন্ট অনিল তাম্বি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় অনুষ্ঠানে রবি’র বিজনেস আইটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ সাদি ইয়ামিন, মার্কেট ডেভেলমেন্টের জেনারেল ম্যানেজার সাইফুল কাদের; ট্রেড আন্ড মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার শোভন চক্রবর্তী, মার্কেট ডেভেলপমেন্টের ম্যানেজার রোনাল্ড রনি বৈদ্য এবং মেরি স্টোপস বাংলাদেশের পক্ষ থেকে নেদারল্যান্ড দূতাবাসের এসআরএইচআর জেন্ডার এন্ড এডুকেশনের ফার্স্ট সেক্রেটারি ইলা ডি ভুজ, মেরি স্টোপস বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ড. কাজি গোলাম রসুল ও সিনিয়র জেনেরাল ম্যানেজার শহিদ হোসাইন উপস্থিত ছিলেন।