শহিদ বুদ্ধিজীবী দিবসের জাতীয় কর্মসূচি
ঢাকা, ৯ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০১৩ পালন উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪ ডিসেম্বর সকাল ৮ টায় সর্বপ্রথম রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান এর নেতৃত্বে শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত মুক্তিযোদ্ধাগণ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তারপর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
মিরপুর শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও উপস্থিত মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। তথ্যবিবরণী