যোগাযোগমন্ত্রী সড়ক বিভাগে লাইব্রেরী উদ্বোধন করেন
ঢাকা,২৩ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে লাইব্রেরী উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সবাইকে বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞানই হচ্ছে শক্তি। আর এ জ্ঞান বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। এসময় তিনি সওজ’র প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর’কে সকল জেলায় সড়ক বিভাগে একটি করে লাইব্রেরী স্থাপনের ব্যবস্থা নিতে বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, যুগ্ম সচিব মো. মাঈনুদ্দিন, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি’র সভাপতি ওসমান গণি, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা, গণ গ্রন্থাগার অধিদপ্তর’এর মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংবিধান ও বাস্তবসম্মত নির্বাচন অনুষ্ঠানের বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দশম সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা জানার জন্য মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সড়ক বিভাগে লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।