যোগাযোগমন্ত্রী কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ’র কার্যালয় আকষ্মিক পরিদর্শন করেন
ঢাকা, বুধবার ০৫, ২০১৪
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ বিআরটিএ’র কার্যালয় আকষ্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিআরটিএ’র দুইজন পরিদর্শক জয়নাল আবেদীন ও এএসএম ওয়াজেদ-কে সতর্ক করেন এবং অফিস সহকারী কেশব কুমার দাস (ঢাকা জেলা) ও মো. আরিফ-কে বদলীর জন্য বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ দেন।
এসময় মন্ত্রী বলেন, দুর্নীতি এবং অননুমোদিত পরিবহন, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান চলবে। পাশাপাশি সওজ’র যেসব জায়গা অবৈধভাবে দখলে রয়েছে সেগুলোও উদ্ধার করা হবে।
তিনি আরও বলেন, আজ থেকে সাভার, হেমায়েতপুর, পাগলা, ভুলতা, টঙ্গী, চেরাগআলী বাজার, বোর্ড বাজার এলাকায় সড়ক দখলমুক্ত করতে মাইকিং করার জন্য ইতোমধ্যে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও প্রকৌশলীদের নির্দেশ দেয়া হয়েছে। মাইকিং আজ থেকে আগামী ৩ দিন চলবে।
এছাড়া ইকুরিয়া যাওয়ার পথে মন্ত্রী তাৎক্ষণিকভাবে সড়কের ওপর চলমান বেশকিছু ফিটনেস বিহীন গাড়ি, ব্যাটারি চালিত রিক্সা ও চালকের লাইসেন্স পরীক্ষা করে দেখেন এবং ফিটনেস বিহীন গাড়িগুলো রাস্তায় না নামানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে সওজ’র ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।