যোগাযোগমন্ত্রী এবং নৌপরিবহণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট পরিদর্শন
ঢাকা, ডিসেম্বর ০১, প্রেস বিজ্ঞপ্তি: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট পরিদর্শন করেন। এসময় তিনি গত কয়েকদিনে আগুনে পোড়া রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় নৌপরিবহণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের খেটে খাওয়া মানুষ ও পরীক্ষার্থীদের ভাগ্য আজ আগুনে পুড়ছে। গণতন্ত্র আজ অগ্নিদগ্ধ। তিনি বলেন, ১৬ কোটি মানুষকে জিম্মি করার রাজনীতি তিনি সমর্থন করেন না।
মন্ত্রী আরও বলেন, ক্ষমতায় যাবার জন্য নিষ্ঠুর রাজনীতির যে নৃশংস কৌশল তা থেকে সবার বেরিয়ে আসা উচিত।
তিনি বলেন, গত কয়েক মাসের আন্দোলনে ৪০ জন ড্রাইভার মৃত্যুবরণ করেন। পরিবহণ ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন। লক্ষ লক্ষ পরিবহণ শ্রমিক আজ বেকার।
পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের পরিচালক ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।