যোগাযোগমন্ত্রীর সাথে শ্রীলংকান হাইকমিশনার সাক্ষাৎ
আজ সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকান হাইকমিশনার ঝধৎধঃয শ. ডবৎধমড়ফধ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎশেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন পিপিপি’র আওতায় যে সব প্রকল্প রয়েছে সেগুলোতে অংশ নেয়ার জন্য শ্রীলংকান সরকার ও বেসরকারি কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, শ্রীলংকার মানুষের জীবন যাত্রা, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আমাদের মিল রয়েছে। তাদের সাথে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে।
তামিল বিদ্রোহীদের মোকাবিলায় শ্রীলংকান সরকারের অভিজ্ঞতা রয়েছে। তাদের এ অভিজ্ঞতা বিনিময় আমাদের দেশে উগ্রবাদীদের নিয়ন্ত্রণে কাজে আসবে বলে মন্ত্রী জানান।
সাভার, টঙ্গী, চেরাগআলী মার্কেট, ভুলতা (নারায়ণগঞ্জ) ও নিউমার্কেটসহ অন্যান্য সড়ক-মহাসড়কের উপর থেকে অবৈধ পার্কিং বন্ধ, ভাসমান দোকান ও কাঁচা বাজার অপসারণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার জোরদার পদক্ষেপ নিচ্ছে।