মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে কুরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
ঢাকা, ১৬ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর সোমবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপন্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, সচীব অহেদুল ইসলাম, দীনি দাওয়াত বিভাগে পরিচালক টি এম এনামুল হক সহ প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর সালাউদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি.