“মন্ত্রী, সচিব সৎ হন দুর্নীতি অনেকাংশে কমে যায়”:যোগাযোগমন্ত্রী
ঢাকা, ১৬ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ দুপুরে রমনার আসিয়ানা রেঁস্তরায় যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রণালয়ের গত ৫ বছরের উল্লেখযোগ্য কর্মকান্ড তুলে ধরেন।
মন্ত্রী বলেন সব কাজ নির্বাচন কেন্দ্রীক হতে হবে এমন নয়। আমাদের কিছু কিছু প্রকল্প রয়েছে, যেমন- পদ্মা বহুমুখী সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলী টানেল, বাস র্যাপিড ট্রানজিড ইত্যাদি পরবর্তী প্রজন্মের জন্য করা হচ্ছে। তিনি বলেন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব যদি সৎ হন তবে ঐ মন্ত্রণালয়ের দুর্নীতি অনেকাংশে এমনিতেই কমে যায়। তিনি আরো বলেন যোগাযোগ মন্ত্রণালয়ের অবস্থা আগের যে কোন সময়ের তুলনায় উন্নত এবং এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কর্মকান্ডের বিস্তারিত তথ্য সংযুক্ত কপিতে দেখুন।
সড়ক বিভাগের সচিব এম.এ.এন. ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মেজর জেনারেল সাইদ মাসুদ এবং যোগাযোগ মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।