ব্র্যাক কমিউনিটি সুইমিং ইন্সট্রাক্টদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা, ২৫ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি (ব্র্যাক) –ব্র্যাক কমিউনিটি সুইমিং ইন্সট্রাক্টদের নিয়ে চূড়ান্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার (২৫ নভেম্বর ২০১৩) সকালে। রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতায় ৪৮ জন অংশ নেয়। এদের মধ্যে ২৯ জনই মেয়ে।
কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ তথা তাদের জীবনমান উন্নয়নে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সাঁতার প্রশিণ অন্যতম। বাংলাদেশের বিভিন্ন জেলায় ৫১৪ জন কমিউনিটি সুইমিং ইন্সট্রাক্টর এই প্রশিণ দিচ্ছেন। এতে আর্থিক সহায়তা দিচ্ছে ইউনিসেফ এবং কারিগরি সহযোগিতা করছে সিআইপিআরবি।
এর আগে জেলা পর্যায়ে কমিউনিটি সুইমিং ইন্সট্রাক্টরদেরকে নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাদের মধ্যে বাছাইকৃতদের নিয়ে আজ মিরপুরে হয় চূড়ান্ত প্রতিযোগিতা। এতে মেয়েদের মধ্যে ২৫ মিটার সাঁতারে প্রথম স্থান অর্জন করেছে নেত্রকোনার প্রমি, আর ৫০ মিটারে প্রথম হয়েছে শেরপুরের আমেনা খাতুন।
ছেলেদের মধ্যে ২৫ মিটারে প্রথম হয় জামালপুরের সাইফুল ইসলাম আর ৫০ মিটারে প্রথম হয় একই জেলার আবদুর রহমান।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত এই ইনস্ট্রাক্টরদের মাধ্যমে সারা দেশে প্রায় ১ ল ১০ হাজার শিশু সাঁতারের প্রশিণ সম্পন্ন করেছে।