বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী আর নেই
ঢাকা, ২০ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি:“জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। বুধবার ভোরে রাজধানীর ল্যাব-এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেলা ১২.০০ টায় জনাব সাইফুল বারী-র সাবেক কর্মস্থল বাংলাদেশ বেতারের সদর দপ্তর শাহবাগে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তথ্য সচিব মরতুজা আহমেদ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ সহ বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীবৃন্দ এ জানাজায় অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে অ্যাসোসিয়েট প্রেসে (এপি) যোগ দেওয়ার মধ্য দিয়ে সাইফুল বারীর কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত রেডিও পাকিস্তানে কাজ করেন। পর্যায়ক্রমে বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রপতির প্রেস সচিব, সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশী বহু সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি ২০০১ সালে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন। সাইফুল বারী ১৯৩৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আবদুল বারী ছিলেন বগুড়া পৌরসভার চেয়ারম্যান। জনাব সাইফুল বারীর মৃত্যুতে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।”