বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা ২০১৩
ঢাকা, ডিসেম্বর ২, প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় আগামী ১৮ডিসেম্বর অনুষ্ঠিত হবে – “বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা- ২০১৩ (পুরুষ ও মহিলা)”। দিন ব্যাপি ছেলে ও মেয়েদের মোট ১৪টি ওজন শ্রেনীর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে। পুরুষ ৫৫কেজি, ৬০কেজি, ৬৬কেজি, ৭৪কেজি, ৮৪কেজি, ৯৬কেজি ও ৯৬ -১২০কেজি ওজন শ্রেনীতে অংশ গ্রহন করতে পারবে।
এছাড়া, মেয়েরা ৪৮কেজি, ৫১কেজি, ৫৫কেজি, ৫৯কেজি, ৬৩কেজি, ৬৭কেজি ও ৭২কেজি ওজন শ্রেনীতে অংশ গ্রহন করতে পারবে।
অংশ নেয়া খেলোয়াড়দের শারীরিক ওজন পরীক্ষা করা হবে ১৭ডিসেম্বর ফেডারেশন কক্ষে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। উল্লেখ্য এরপর কোন খেলোয়াড়ের ওজন নেয়া হবে না।
বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে ইচ্ছুক দল সমূহকে আগামী ১৫ডিসেম্বর-২০১৩ তারিখের মধ্যে এন্ট্রি সাধারণ সম্পাদক, বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন, রুম নম্বর ১৯, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা এর নিকট প্রেরণ করতে হবে।