বিজয় দিবস কারাতে প্রতিযোগীতার এন্ট্রি আহবান
ঢাকা, ৯ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্বাবধানে আগামী ২০ ও ২১ ডিসেম্বর-২০১৩ জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপি “বিজয় দিবস কারাতে প্রতিযোগীতা”। খেলা চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের বিজয় দিবস প্রতিযোগীতায় শিশু বিভাগে ৮-১০ বছর (ছেলে ও মেয়ে), ১০-১২ বছর (ছেলে ও মেয়ে), ক্যাডেট বিভাগে ১৪-১৬ বছর(পুরুষ ও মহিলা),জুনিয়র বিভাগে ১৬-১৮ বছর (পুরুষ ওমহিলা) এবং সিনিয়র (পুরুষ ও মহিলা) বিভাগের খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতায় অংশ গ্রহনে আগ্রহীদের আগামী ১৫ডিসেম্বর-১৩ তারিখের মধ্যে ফেডারেশন কার্যালয়ে এন্ট্রি ফরম জমা দিতে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য প্রতিযোগীতার নিয়মাবলী,এন্ট্রি ফরম ও প্রয়োজনীয় তথ্যাদি ফেডারেশন কার্যালয়ে পাওয়া যাবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।