বালি প্যাকেজ অনুমোদনের জন্য সদস্যদেশসমূহের প্রতি বাণিজ্যসচিব এর আহ্বান
ঢাকা, ৫ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — ইন্দোনেশিয়ার বালিতে অদ্য ৫ ডিসেম্বর ২০১৩ তারিখ ৯ম ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কনফারেন্সে অংশগ্রহন করে চলমান দোহা রাউন্ডের আওতায় বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশের অনুকূলে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে শুল্ক-মুক্ত বাজার সুবিধা; প্রেফারেনশিয়াল বা শুল্ক-মুক্ত স্কীম এর রুলস অব অরিজিন সহজ, স্বচ্ছ এবং শিথিল করা ; সেবা খাতের বাণিজ্যে স্বল্পোন্নত দেশসমূহের অনুকুলে ’’প্রেফারেনশিয়াল মার্কেট একসেস” প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন এবং ”কটন” বিষয়ে বালি প্যাকেজ অনুমোদনের জন্য সদস্যদেশসমূহের প্রতি বাণিজ্য সচিব আহ্বান জানান।
উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দোহা রাউন্ডের সফল সমাপ্তির লক্ষ্যে বালি পরবর্তী ভবিষ্য ”রোডম্যাপ” গ্রহনের জন্যও তিনি সম্মেলনে আহ্বান জানান। এছাড়া স্বল্পোন্নত দেশের অনুকূলে ডব্লিউটিও’র ট্রেড সম্পর্কিত মেধাস্বত্ব চুক্তি প্রতিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতির মেয়াদ পুনরায় বাড়ানোর জন্য সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য অর্জনের জন্য বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাপনার আওতায় বর্ধিত বাজার সুবিধা প্রাপ্তির উপরও তিনি গুরুত্বারোপ করেন।
গত ৩-৬ ডিসেম্বর ২০১৩ সময়কালে ইন্দোনেশিয়ার বালি-তে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)’র ৯ম মিনিস্টিরিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য সচিব জনাব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে সরকারী ও বেসরকারী বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিগণ রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি