বাংলাদেশ ব্যাংকে চিত্রকর্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাকা, ২৮ অক্টোবর, (এনএসনিউজওয়্যার) — বাংলাদেশ ব্যাংকের নববর্ষের শুভেচ্ছা কার্ড মুদ্রনের জন্য নির্বাচিত চিত্রকর্মের শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আহমেদ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাহী পরিচালক, ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিজয়ী প্রতিযোগিদের অভিভাবকব্ন্দৃ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের মেধা বিকাশের ক্ষেত্র আরো প্রসারিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে তাঁদের সন্তানদের আঁকা চিত্রকর্ম প্রতি বছর ঈদ-উল-ফিতর এবং নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপনের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের মুদ্রনকৃত কার্ডে ব্যবহৃত হচ্ছে। ইতোপূর্বে ২০১১,২০১২ এবং ২০১৩ সালে ৬৬জনকে পুরস্কৃত করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে পুরস্কারের জন্য মনোনিত করা হয় ৯জনকে। অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রে প্রথম স্থান অর্জনকারী নীলিমা আফরোজ ঐশীসহ ৭জন প্রতিযোগিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি