বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ৯৫৭ বোতল বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার
ঢাকা, ৮ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — আজ রাত ১-০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইজ চট্টগ্রামের একটি অপারেশন দল আনোয়ারা থানাধীন গহিরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৭ বোতল ঐওএঐ ঈখঅঝঝ, ৬২৮ ক্যান উওঅইখঙ ইঊঊজ, ১৩১ বোতল ঘঅঘউঅ ঠঙঞকঅ, ১১ বোতল ঔঅওঈঅ জটগ জব্দ করে।
জব্দকৃত মদ এবং বিয়ারের আনুমানিক মূল্য টাকা ১৩ লাখ ৯৫ পচানব্বই হাজার ১০০ টাকা। জব্দকৃত মদ এবং বিয়ার যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্যবিবরণী নম্বর : ৩৯৩৩