বাংলাদেশে যাত্রা শুরু করছে আর্ন্তজাতিক সংস্থা গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার
বাংলাদেশে যাত্রা শুরু করছে আর্ন্তজাতিক সংস্থা গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টার। প্রথম গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটের মাধ্যমে সংস্থাটি খুলনায় আত্মপ্রকাশ করবে। যেখানে অংশ নেবে ৭০টি দেশের ৬৫০ জন তরুণ।
সে আয়োজন সামনে রেখে ঢাকার একটি অভিজাত হোটেলে আজ ১৮ অক্টোবর
2022 আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিইও ইজাজ আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি মোকাবেলায় জিওয়াইএলসি দক্ষিণ এশিয়ার তরুণদের জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
খুলনাকে ভেন্যু হিসেবে নেয়ার কারণ এটি জলবায়ু ঝুঁকির মুখে পড়া এলাকা। সামিটে দেশি বিদেশি অনেক বক্তা বক্তব্য রাখবেন। জেওয়াইএলসির চেয়ারম্যান নীল ওয়াকার বলেন, তরুণরা শুধু জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ রাখেনা তাদের উদ্যোম নেতৃত্ব সাফল্যের পথ দেখায়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন ও বিওয়াইএল নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ।