বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিবাদ গণসমাবেশ
ঢাকা,২২ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামাতিদের মানুষ হত্যা, জ্বালাও-পোড়ও, বোমাবাজি, অগ্নিসংযোগ, রেল লাইন উৎপাটন, হিন্দু ধর্মীয় সংখ্যালঘুদের উপসনালয় ও বাড়ি ঘরে হামলা, লুটতরাজ, দেশ ও জাতি বিরোধী কর্মকাণ্ড, পাকিস্তান পার্লামেন্টে গণহত্যাকারীদের পক্ষে প্রস্তাব গ্রহণ, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টসহ অন্তর্ঘাতমূলক নাশকতা, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস এবং গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই অপতৎপরতাকে প্রতিহত ও জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাত্মভাবে সফল করে তোলার লক্ষে আগামী ২৪ ডিসেম্বর ২০১৩ মঙ্গলবার ঢাকা মহানগরীর বঙ্গবন্ধু এভিনিউতে অপরাহ্ণ ৩টায় কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক প্রতিবাদ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
এই প্রতিবাদ গণসমাবেশে ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র জনাব মোহাম্মদ নাসিম সকল পর্যায়ের নেতা-কর্মীসহ ঢাকা মহানগরীর সর্বস্তরের জনসাধারণকে ব্যাপকভাবে উপস্থিত হয়ে এই প্রতিবাদ গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করে তোলার আহ্বান জানিয়েছেন।