প্রধান রেল নিয়ন্ত্রক সাময়িক বরখাস্ত
ঢাকা, ১৩ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক থাকা স্বত্ত্বেও সংবাদ মিডিয়াকে ভুল তথ্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় প্রধান রেল নিয়ন্ত্রক ঢাকা মোঃ জহিরুল হককে চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক আজ এ সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।প্রেস বিজ্ঞপ্তি