প্রধানমন্ত্রীর নবনিযুক্ত উপদেষ্টাগণের দায়িত্ব বণ্টন
ঢাকা, ৫ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার)– প্রধানমন্ত্রী তাঁর নবনিযুক্ত উপদেষ্টাগণের মাঝে দায়িত্ব বণ্টন করেছেন-ব্যারিস্টার শফিক আহমেদ-আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা; দিলীপ বড়–য়া-কৃষি, শিল্প ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা; আনোয়ার হোসেন (মঞ্জু)-নৌপরিবহণ এবং ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলু-শিক্ষা ও নারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা। উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রথমে স্বাস্থ্য ও নারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলেও পরে তা সংশোধন করে শিক্ষা ও নারী উন্নয়ন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের রুল ৩(৪) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণকে মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব এবং রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাগণকে বিভিন্ন বিষয়ের দায়িত্ব প্রদান করেন।
Source: তথ্যবিবরণী