পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে
ঢাকা, ৪ ডিসেম্বর, প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের আকাশে আজ ১৪৩৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ০৫ ডিসেম্বর ২০১৩ খ্রি. বৃহস্পতিবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন রেলপথ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক এমপি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মতিউর রহমান খান, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মুহাম্মদ দিলোয়ার বখত, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. বোরহান উদ্দিন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, অদ্য ২৯ মুহাররম ১৪৩৫ হিজরি, ২০ অগ্রহায়ণ ১৪২০ বঙ্গাব্দ, ৪ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যা ৫-৫০ মিনিটে বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমতাবস্থায়, আগামীকাল ২১ অগ্রহায়ণ ১৪২০ বঙ্গাব্দ, ৫ ডিসেম্বর ২০১৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে ১৪৩৫ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে।
প্রেক্ষিতে, আগামী ২৮ সফর ১৪৩৫ হিজরি, ১৮ পৌষ ১৪২০ বঙ্গাব্দ, ১ জানুয়ারি ২০১৪ খ্রিস্টাব্দ বুধবার সারাদেশে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।