পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মাওয়া প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের লক্ষে চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ১৭ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) –- আজ সকালে বনানীর সেতু ভবনের সভাকক্ষে পদ্ম বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মাওয়া প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের লক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত ছিলেন।
প্রায় আড়াই বছর (৯১২ দিন) মেয়াদে ১৯৩ কোটি ৩৯ লক্ষ ৮৬ হাজার টাকার চুক্তিপত্রে ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড এর পরিচালক (নির্মাণ) প্রকৌশলী আবিদ হাবিব এবং পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম নিজ নিজ পক্ষে চুক্তিস্বাক্ষর করেন। উল্লেখ্য প্রাক্কলিত মূল্যের চেয়ে ২৫.৪৯% কম টাকায় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় ১.৬১ কিমি. চারলেন সংযোগ সড়ক ছাড়াও মাওয়া প্রান্তে টোল প্লাজা এবং সার্ভিস এরিয়া-১ এর কাজ বাস্তবায়িত হবে।
পদ্মা সেতু নির্মাণের লক্ষে বর্তমানে প্রায় ১৬১৫ কোটি টাকা ব্যয়ে জাজিরা প্রান্তে সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া-২, মাওয়া প্রান্তে সংযোগ সড়ক, জাজিরা কনস্ট্রাকশন ইয়ার্ড এর প্রতিরক্ষা কাজ, ০৫ টি রিসেটেলমেন্ট সাইটের বাউন্ডারি ওয়াল নির্মাণসহ আনুষঙ্গিক কাজ এবং বনায়নের কাজ চলমান রয়েছে।
এসময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আবদুল মোনেম লি. এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক আবদুল মোনেম, সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।