নি¤œচাপটি ঘূর্ণিঝড় ‘লেহার’ এ পরিণত সমুদ্রবন্দ্ররসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ঢাকা, ২৪ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি: দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নি¤œচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে অতিদ্রুত ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ”লেহার” এ পরিণত হয়েছে। এটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪০৫ কি:মি: দক্ষিণ-দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩১৫ কি:মি: দক্ষিণ-দক্ষিপূর্বে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৯৫ কি:মি: দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল (১০.০০ উত্তর অক্ষাংশ এবং ৯৫.০০ পূর্ব দ্রাঘিমাংশ)। এটি আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি:মি: এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি:মি: যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কি:মি: পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং সেসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।