দেশে এখন রাষ্ট্রিয় সন্ত্রাস, বিচারিক হত্যা ও বিরাষ্ট্রীয় কর্মকান্ড চলছে : জামাকা
ঢাকা, ১১ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — জাতীয় মানবাধিকার কাউন্সিল (জামাকা) ঢাকা জেলার উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘ওয়ার্কিং ফর ইওর রাইটস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার কাউন্সিল ঢাকা জেলার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামাকা’র ঢাকা জোলা ভাইস চেয়ারম্যান আফসার নিজাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাভোকেট কেএম আবু কায়ছার, লায়ন জিএম ফারুকী নাদিম, ইবরাহিম খলিল, শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দেশে মানবাধিকার ভুলুণ্ঠিত। চরমভাবে মানবাধিকার লংগিত হচ্ছে। দেশে এখন রাষ্ট্রিয় সন্ত্রাস, বিচারিক হত্যা ও বিরাষ্ট্রীয় কর্মকান্ড চলছে। এর থেকে উত্তর না হলে রাস্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তারা আরো বলেন, মানবাধিকার লংগিত হচ্ছে মূলত রাজনৈতিক ব্যাক্তদের হাতে আর এই মানবাধিকার ফিরে আসতে পারে তাদের মাধ্যমেই। তাই অবিলম্বে রাজনীতিবীদদের এ ব্যাপারে সজাগ হতে হবে। তারা বলেন রাজনীতি স্থিতিশিলতাই মানবাধীকার রক্ষার জন্য উপযুক্ত। তারা আরো বলেন, দেশে শয়ের অধিক মানবাধিকার সংগঠন আছে কিন্তু তারপরও মানবাধিকার লিংঘিত হচ্ছে। মানবাধিকার সকল সংগঠনকে এখনই সজাগ হতে হবে না হয় দেশের বড় ক্ষতি হয়ে যাবে। মানবাধিকার রক্ষা করা কঠিন হবে। মাবাধীকার কর্মীদের তাই বেশি বেশি করে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।
প্রেস রিলিজ