দশম সংসদ নির্বাচন একটি সাংবিধানিক বাস্তবতা, এখন আর পিঁছনে তাকানোর সুযোগ নেই : যোগাযোগমন্ত্রী

ঢাকা,২০ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ (শুক্রবার) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত মহাসড়কের উপর চলমান ডিবিএসটি (ডাবল বিটুমিনাস সারফেস ট্রিটমেন্ট) এর চলমান কাজ ঘুরে দেখেন।

তিনি জানান ১৮ কোটি টাকা ব্যয়ে ২৮ কিলোমিটার রাস্তার উপর চলমান এ কাজ দেড় মাসে শেষ হবে। ইতোমধ্যে ১৩ কিলোমিটার (অন ওয়ে) এর কাজ শেষ হয়েছে। বাকী কাজ চলমান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দশম সংসদ নির্বাচন একটি সাংবিধানিক বাস্তবতা। এখন আর পিঁছনে তাকানোর সুযোগ নেই। তিনি সামনে পথ চলতে বিরোধী দলকে আহ্বান জানান।

সড়ক ও জনপদ অধিদপ্তরের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সাহাবুদ্দিন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি.