ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতি
ঢাকা, ৬ই নভেম্বর — লালমনিরহাট ও পাবনা জেলায় হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই সকল ঘটনার সাথে জড়িতদের সংখ্যালঘুদের অধিকারের অপব্যবহার করা থেকে বিরত থাকার জন্য আমরা আহবান জানাই। আমরা সকল পক্ষের প্রতি আহবান জানাই যাতে অবিলম্বে এধরনের ঘটনা রোধ করা হয় এবং দোষীদেরকে আইনের আওতায় আনা হয়। যারা এই সহিংসতায় উসকানি দিয়েছে এবং এধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
হরতালের কারণে সহিংসতা, মৃত্যু এবং চলমান যেসব হতাহতের ঘটনা ঘটছে তাতেও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ মৌলিক গণতান্ত্রিক অধিকার হলেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সহিংসতা কোনো কিছুর জবাব হতে পারে না। আমরা সকল দলের প্রতি শান্তিপূর্ণ উপায়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পরিচালনার আহবান জানাই। বাংলাদেশ সরকারের কাছে আমরা সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করি এবং তাদের মতামত শান্তিপূর্ণভাবে প্রকাশ করার জন্য সকল বাংলাদেশীর প্রতি আহবান জানাই।