ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতি
ঢাকা, ২৭শে অক্টোবর — একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনের জন্য একটি সর্বসম্মত উপায় খূজে বের করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার জন্য অব্যাহতভাবে আহবান জানাচ্ছে। রাষ্ট্রদূত মজীনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম জিয়ার মধ্যে টেলিফোন আলাপসহ সাম্প্রতিক উন্নয়নসমূহে তিনি অনুপ্রাণিত এবং তিনি আশা ব্যক্ত করেন যে এই ইতিবাচক উন্নয়নসমূহের ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে যাতে করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকল রাজনৈতিক দলের প্রতি আমেরিকার বার্তা এই যে সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় এবং এটা গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো যদিও মৌলিক গণতান্ত্রিক অধিকার, তবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না। সহিংসতা ও হত্যাকান্ডের যেসব ঘটনা ঘটেছে তাতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের কাছে আমরা সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যাশা করি এবং সকল বাংলাদেশীর প্রতি তাদের মতামত শান্তিপূর্ণভাবে প্রকাশ করার জন্য আহবান জানাই। শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমরা সকল দলের প্রতি আহবান জানাই।
===========