ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি

কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নিজেদেরকে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের “অনুমোদিত এজেন্ট” হিসেবে দাবি করছে বলে হাই কমিশনের নজরে এসেছে এবং অনলাইন ভিসা জমা দেওয়ার উদ্দেশ্যে আবেদনকারীদেরকে তাদের সেবা দিচ্ছে।
এটি স্পষ্ট করে বলা যাচ্ছে যে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন কখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে আবেদনকারীদের পক্ষে ভিসার জন্য আবেদন করার অনুমতি দেয়নি। সেকারণে ভিসা আবেদনকারিদের এই ধরণের ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বিপথগামী না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হল ।
পাকিস্তান সরকারের একটি অফিসিয়াল ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে (www.visa.nadra.gov.pk), যার মাধ্যমে ব্যবহারকারীগণ অনলাইনে পাকিস্তানি ভিসার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন। অনলাইন ভিসা আবেদন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে সহায়তা করার জন্য পোর্টালটি প্রয়োজনীয় নির্দেশিকাও সরবরাহ করছে ।
ভিসা আবেদনকারীদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে এবং এই জাতীয় ব্যক্তিবর্গ বা চক্র সম্পর্কে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের নীচে প্রদত্ত ঠিকানায় অবহিত করতে অনুরোধ করা হল :
কনস্যুলার সেকশন, পাকিস্তান হাই কমিশন, ঢাকা
ইমেল: pahicdhaka1@gmail.com counsellorconphc@gmail.com

পাকিস্তান হাই কমিশন
প্রেস রিলিজ
ঢাকা
২৭ মে, ২০২১