জাতিসংঘের আমন্ত্রনে আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কায়রো যাত্রা
ঢাকা, মার্চ ৯ (এনএসনিউজওয়্যার) — জাতিসংঘ এবং আরব লীগের যৌথ উদ্যোগে ফিলিস্তিন জনগণের সাথে সংহতি প্রকাশের আন্তর্জাতিক বর্ষ ২০১৪- এই প্রতিপাদ্য নিয়ে কায়রোতে অবস্থিত আরব লীগের সদর দপ্তরে ফিলিস্তিন জনগণের অবিচ্ছেদ্য অধিকার চর্চা সম্পর্কিত জাতিসংঘ কমিটি এবং আরব লীগের যৌথ উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকালে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উক্ত বৈঠকে অংশগ্রহণ ছাড়াও আরবলীগের সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
বৈঠকে অংশগ্রহণ শেষে শাহরিয়ার আলম আগামী ১২ মার্চ বুধবার ঢাকায় প্রত্যাবর্তন করবেন