গ্রামীণফোনের প্লাটনাম প্লাস স্টার কাস্টমারদের জন্য ইবিএল এর ব্যাংকিং পণ্য

ঢাকা, মার্চ ৯ (এনএসনিউজওয়্যার) — ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্লাটনাম প্লাস স্টার কাস্টমারদের জন্য বেশকিছু ব্যাংকিং পণ্য চালু করেছে।
এই ক্যাম্পেইনের অধীনে গ্রামীণফোনের প্লাটনাম প্লাস স্টার কাস্টমারগণ একটি বিশেষ সেভিংস একাউন্ট খুলতে পারবেন, যার সাথে থাকে কোব্র্যান্ডেড ভিসা প্লাটিনাম ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যক্তিগত ঋণে বিশেষ সুবিধা, লকার সেবা, শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা এবং আরো কিছু লাইফস্টাইল অফার।
গ্রামীণফোনের সিইও বিবেক সুদ এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক সিইও আলি রেজা ইফতেখার আজ (৯ মার্চ) জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
দেশের দুই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে এই ধরনের অফার এবারই প্রথম। ব্যাংকিং সেবা ছাড়াও গ্রামীণফোনের প্লাটনাম প্লাস স্টার কাস্টমারগণ মালয়শিয়ান এয়ারলাইন্স এ একটি বিজনেস ক্লাস টিকেট কিনলে আরেকটি ফ্রি পাবেন, পাঁচ তারকা হোটেল দি ওয়েস্টিন ও ঢাকা রিজেন্সিতে কমপ্লিমেন্টরি ডাইনিং, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইবিএল স্কাই লাউঞ্জ ও বলাকা লাউঞ্জ এ কমপ্লিমেন্টরি প্রবেশাধিকার, এটিএম কার্ডে বেশি টাকা উত্তোলনের সুযোগ, ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, িি.িধমড়ফধ.পড়স মাধ্যমে অনলাইন বুকিং এ বিশেষ ছাড় এবং বাংলাদেশ ও বিশ্বের হাজার হাজার দোকানে সুবিধা পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তি