ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মোবাইল আর্থিক পরিষেবা ‘ইউক্যাশ’ এর আড়ম্বরপূর্ণ উদ্বোধন
ঢাকা,২৩ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি: গত ২৩ নভেম্বর ২০১৩ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিষেবা ‘ইউক্যাশ’ এর আড়ম্বরপূর্ন উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইউসিবি’র সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. হাশেম ‘ইউক্যাশ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চালু করল মোবাইল আর্থিক পরিষেবা ‘ইউক্যাশ’।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের সম্মানিত ভাইস-চেয়ারম্যান জনাব শরিফ জহির, এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি, অডিট কমিটির সম্মানিত চেয়ারম্যান লেঃ জ়েঃ (অবঃ) এ টি এম জহিরুল আলম, আরসিডিএস, পিএসসি, সম্মানিত পরিচালক জনাব এম. এ. সবুর, সম্মানিত পরিচালক জনাব মোঃ জাহাঙ্গির আলম খান, সম্মানিত পরিচালক জনাব মোঃ তানভির খান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী সহ ইউসিবি’র বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, অংশীদারবৃন্দ, পরিচালকবৃন্দ, সাংবাদিক এবং অন্যান্য অনেকে।
দ্রুত, নিরবিচ্ছিন্ন ও সহজে ইউক্যাশ সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে দেশব্যাপী ১০,০০০ এজেন্ট নিয়োগ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কেবলমাত্র রবি ও এয়ারটেল গ্রাহকবৃন্দ ইউক্যাশ সুবিধা উপভোগ করতে পারবেন। খুব শীঘ্রই সকল মোবাইল অপারেটরের গ্রাহকবৃন্দ ইউক্যাশ সুবিধার আওতায় চলে আসবেন। ইউক্যাশ সুবিধায় গ্রাহকবৃন্দ প্রথমবারের মত জমাকৃত অর্থের উপর ইন্টারেস্ট পাবেন। প্রথম দিন থেকেই একজন গ্রাহক ইউক্যাশের মাধ্যমে জমাকৃত অর্থের উপর ইন্টারেস্ট পাবেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড গ্রাহক চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্ভাবনী পন্য ও সেবা প্রদান করে আসছে।
ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিষেবা ‘ইউক্যাশ’ এর উদ্বোধন করছেন ইউসিবি’র সম্মানিত চেয়ারম্যান জনাব এম. এ. হাশেম।