আল জাজিরার সাংবাদিক শিরীন নিহতের ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছে ওকাব
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনী সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ওভারসিস করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ, ওকাব।
ওকাব আহবায়ক কাদির কল্লোল ও সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু আজ এক বিবৃতিতে বলেন, আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ দায়িত্বপালন কালে বিবাদমান পক্ষগুলোর সহিংসতায় নিহত হন। একান্ন বছর বয়সী প্রতিশ্রুতিশীল শিরীনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং একই সংগে উদ্বেগজনক। শিরীন-এর সাহসিকতা সাংবাদিকতায় যুগযুগ ধরে অনুকরনীয় হয়ে থাকবে।
ওকাব নেতৃবৃন্দ বিশ্বব্যাপী সাংবাদিকদের কাজ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতার আহবান জানান।
ওকাব বিদেশী সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ।
Press release
ঢাকা, বৃহস্পতিবার ১২ মে ২০২২: