আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপস ২০১৩ এর বালক, বালিকা এককের মূলপর্বের খেলা অনুষ্ঠিত
ঢাকা, ১৫ নভেম্বর, প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ১১-১৮ নভেম্বর ২০১৩ পর্যন্ত “২৭তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশীপস ২০১৩” এর বালক ও বালিকা এককের মূলপর্বের তৃতীয় রাউন্ডের খেলা অদ্য জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। খেলার বিস্তারিত ফলাফল নি¤েœ দেয়া হলো:
বালক একক :
প্রতিযোগিতার টপসীড যুক্তরাজ্যের সামিয়েল চৌধুরী [১] ৬-৩, ৪-৬, ৬-২ ইন্দোনেশিয়ার ছায়াপুত্রা কে, কাজাখস্তানের চেমবোটায়েভ ৬-১, ৬-৪ ভারতের বাজওয়া সিং কে, সিরিয়ার আল্লাফ করিম [৪] ৬-২, ৬-১ ভারতের ভিসু প্রসাদ কে, চাইনিজ তাইপের কো সাও মিন ৬-৪, ৬-৩ গেমে ভারতের সাহিল গাওয়ারি [৫] কে, ভারতের আলেক্স সোনালকি ৬-৩, ৭-৬ গেমে শ্রীলংকার নাদারাজা নিসানগান [৬] কে, চাইনিজ তাইপের চ্যাং টিন ৬-৩, ৬-৩ গেমে কাজাখস্তানের মামায়ার বোলেট [৩] কে, ভারতের বেল্লেকারী রবিকুমার ৬-৪, ২-৬, ৬-৩ গেমে জাপানের ইকেজয় কাটসুয়া কে, ভারতের প্রাজওয়াল দেভ ৬-৭, ৬-১, ৬-৩ গেমে ইন্দোনেশিয়ার আরমানন্দো সোইমার্নো [২] কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
ইড়ুং ঝরহমষবং :
ঝযধসধবষ ঈযধঁফৎু (এইজ) [১] নবধঃ ঝুধযঢ়ঁঃৎধ (ওঘঅ) ৬-৩, ৪-৬, ৬-২, তযধহংঁষঃধহ ঈযবসনড়ঃধুবা (কঅত) নবধঃ চধৎধসাববৎ ঝরহময (ওঘউ) ৬-১, ৬-৪, অষষধভ কধৎববস [৪] নবধঃ ঠরংযঁ চৎধংধফ (ওঘউ) ৬-২, ৬-১, কড় ঝযধড় গরহ (ঞচঊ) নবধঃ এধধিৎব ঝধযরষ (ঘউ) [৫] ৬-৪, ৬-৩, অষবী ঝড়হধষরশধ (ওঘউ) নবধঃ ঘরংযধহমধহ ঘধফধৎধলধ (ঝজও) [৬] ৬-৩, ৭-৬, ঈযবহ ঞরহ (ঞচঊ) নবধঃ ইড়ষধঃ গধসুৎ (কঅত) [৩] ৬-৩, ৬-৩, ইধষষবশবৎব জধারশঁসধৎ (ওঘউ) নবধঃ কধঃংুঁধ ওশবুড়র (ঔচঘ) ৬-৪, ৬-২৬, ৬-৩, চৎধলধিষ উবা নবধঃ ঝপবসধৎরহড় ঝড়বসধৎহড় (ওঘঅ) [২] ৬-৭, ৬-১, ৬-৩
বালিকা একক :
উজবেকিস্তানের সানভিনজ সাইদুজেভা [১] ৬-৩, ৭-৫, ২-১ (অবসর) গেমে চাইনিজ তাইপের লি ইয়াং কে, মিশরের ফাউজি (মিশর) ৭-৬, ৬-০ গেমে জাপানের ইউরি ইয়ামাগুচি কে, উজবেকিস্তানের ওমারভা [৩] ৬-৩, ৬-৩ গেমে চাইনিজ তাইপের চ্যাং হান চি [৬] কে, সিংগাপুরের এঞ্জেলাইন দেভি দেবান্থিরান [২] ৬-১, ৬-৩ গেমে ভারতের শিভানি মাঞ্জানা কে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।