আগামী শনিবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট- ২০১৩
ঢাকা, ১১ ডিসেম্বর, (এনএসনিউজওয়্যার) — বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন এলইডি টেলিভিশন’এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৪-১৭ ডিসেম্বর-১৩ইং ৪দিন ব্যাপি ভলিবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে “ওয়ালটন এলইডি টেলিভিশন বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট-১৩”। এবারের টুর্নামেন্টে অংশ গ্রহন করছে মোট ৮টি দল। দলগুলো হলো- গত বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ সেনাবাহিনী। রানার আপ তিতাস গ্যাস টিএন্ডডি কোঃ লিঃ এবং তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া, অংশ গ্রহন করছে বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দল।
আগামী শনিবার (১৪-১২-২০১৩) সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন এবারের বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট কমিটির চেয়াম্যান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মেডইন বাংলাদেশ খ্যাত ওয়ালটনের এডিশোনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস জনাব, এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আজ (১১-১২-২০১৩, বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব, আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের এডিশোনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস জনাব, এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। ভলিবল ফেডারেশনের সহসভাপতি জনাব, মোস্তফা কামাল ও বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী জনাব, এ্যাডঃ ফজলে রাব্বি বাবুল।