আগামীকাল ২২তম আর্ন্তজাতিক ও ১৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস
ঢাকা, ডিসেম্বর ২,তথ্যবিবরণী: ৩ ডিসেম্বর ২২তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ১৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘বাধ ভাঙ্গো, দুয়ার খোলো : একীভূত সমাজ গড়ো’।
এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল সকাল ১০.৩০ টায় এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। বিশেষ অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সমাজকল্যাণ সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পরে প্রতিবন্ধীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এবং প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের চিত্রাঙ্কন প্রদর্শনী পরিদর্শন করবেন। দিবস উপলক্ষে জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। রাজধানীর বাইরে দেশের সকল জেলায়ও দিবসটি গুরুত্বসহকারে পালিত হবে। এ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সড়কদ্বীপে সজ্জাকরণ করা হবে।
#